Wednesday, November 19, 2014

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমে সানি লিওন!

সানি লিওনের ছবি যুক্ত করে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফরম পূরণ করার ঘটনা ঘটেছে চাঁপাইনবাবগঞ্জে। এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির অনলাইন ফরমটি ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর প্রোফাইল দিয়ে পূরণ করে সেখানে বসিয়ে দেওয়া হয়েছে সানি লিওন কিংবা অন্য কোনো অশ্লীল ছবি। আর এ ঘটনায় বিপদে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকজন শিক্ষার্থী।sunny-2-1416375279_44557-300x186
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের দুজন ছাত্রী কান্নাজড়িত কণ্ঠে জানান, তাদের শিক্ষাজীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ভর্তি ফরমে অশ্লীল ছবি যুক্ত করে দিয়ে তাদের শিক্ষাজীবনের চরম সর্বনাশ ঘটানো হয়েছে। ফলে তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন অনলাইন ফরমটি পূরণ করতে পারেননি।
শিক্ষার্থীরা জানান, তারা চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করে অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তারিখ ঘোষণা করলে গত ১৫ নভেম্বর তারা স্থানীয় একটি কম্পিউটারের দোকানে যান এবং দেখতে পান কে বা কারা তাদের অনলাইন ফরম পূরণ করে ফেলেছে। ফরমে সংযুক্ত করা হয়েছে তিনটি অশ্লীল ছবি। পূরণকৃত ফরমে মহিউদ্দীনের কনট্রাক্ট নম্বর (ফোন নম্বর) দেওয়া হয়েছে ০১৭১১১১১১১১ এবং রোজী ও লাকীর কনট্রাক্ট নম্বর দেওয়া হয়েছে ০১৭২২২২২২২২।
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া জানান, ইতিমধ্যে বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তথ্যসূত্রঃ সময়ের কণ্ঠস্বর

যারা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে চাও, জানতে চাও বা জানার আগ্রহ আমার এই টিউন তাদের জন্য।

Hello everybody সবাই কেমন আছেন । সবাই ভাল থাকার জন্য দুওয়া করি। আমি আজ আপনাদেরকে প্রাইভেট ইউনিভার্সিটি সর্ম্পকে মোটামোটি একটা দারনা দেওয়ার চেষ্টা করব। তবে আমার বিশ্বাস যে আমার এই টিউনটি পড়ার পর আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। তা মোটামো
টি ভাল সিদ্ধান্ত নিতে পারবেন। যাক আর কতা না বাড়িয়ে কাজের কতায় আসি।
  • আমি প্রথমে প্রাইভেট ইউনিভের্সিটি গুলোকে তিন শ্রেণীতে ভাগ করব। আমার মতে তিনটি শ্রেণীর ইউনিভার্সিটি নিম্নে বলছি।

ভর্তি পরীক্ষা : ক্যালকুলেটর ছাড়া ফিজিক্সের ম্যাথ (২য় পর্ব)

কাজ, শক্তি ও ক্ষমতা: কাজের পরিমাণ নির্নয়,বিভব শক্তি ক্ষমতা নির্নয় যে ম্যাথগুলা দুই চার লাইনে করা যায় সেগুলা করতে পারো। দক্ষতা নির্নয় এ দশমিকে মান দেয়া থাকে বলে না করলেও চলে। বিভব শক্তি থেকে গতিশক্তির রূপান্তর, কাজ শক্তি উপপাদ্য, ধনাত্মক -ঋণাত্মক কাজ, ঘর্ষন বল ব্যাপারগুলাতে নিজের ধারনা পরিস্কার করে নাও।
মহাকর্ষ: “G” এর মান দেয়া থাকলে ক্যালকুলেটর ছাড়া অসম্ভব।ম্যাথ কম করলেও হবে এখান থেকে। মুক্তিবেগ, কেপলারের সুত্র,অভিকর্ষ কেন্দ্র, সুর্য পৃথিবীর ভর-ঘনত্ত, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরন, ভু অভ্যান্তরে কিংবা উপরের দিকে গেলে “g” এর মানের পরিবর্তন ব্যাপারগুলা গুরুত্ব দিয়ে পড়ো।

৩৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানান।
পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ২,৪৪,১০৭ জন প্রার্থী। এর আগে কোনো বিসিএসে এত সংখ্যক প্রার্থী আবেদন করেননি।
১,৮০৩টি শূন্য পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের শেষ তারিখ ছিল গত ৩০ অক্টোবর।

সংগ্রহে রাখুন ২০১৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি

মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০১৫’র সময়সূচি অনুমোদন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পূর্বে ঘোষিত সময়সূচী অনুসারেই আগামী ২ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উক্ত অনুমোদিত সময়সূচী প্রকাশ করেছে।
গত ২৮ অক্টোবর ২০১৪ তারিখ মঙ্গলবার খসড়া সময়সূচি প্রকাশ করে মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়। উক্ত সময়সূচী অপরিবর্তিত রেখে সর্ব সম্মতিক্রমে ১৮ নভেম্বর সোমবার পুনরায় এই সূচী প্রকাশ করা হয়।
এর আগে প্রশ্ন ফাঁস রোধে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পাবলিক পরীক্ষার মধ্যে বিরতি না রেখে সূচি করার কথা জানিয়েছিলেন। কিন্তু এর প্রতিবাদে বিভিন্ন স্থানে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে। তাই চূড়ান্ত সূচিতে দুই পরীক্ষার মাঝে বিরতি রাখা হয়েছে। এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রকাশিত সময়সূচী নিচে দেওয়া হলোঃ

Blogger news