Saturday, November 15, 2014

অনলাইনে ফ্রি মডেল টেস্ট


সুপ্রিয় এস.এস.সি. পরীক্ষার্থী ও ক্লাস নাইনের শিক্ষার্থীরা অনলাইন ঢাকা গাইডে যাও, ফ্রি অনলাইনে নৈর্ব্যক্তিক মডেল পরীক্ষা দাও। প্রতিটি বিষয়ে যত ইচ্ছা মডেল প্রশ্নপত্রে অনলাইনে পরীক্ষা দাও। আবার চাইলে যত ইচ্ছে মডেল প্রশ্ন প্রিন্ট আউটও করতে পারবে।
এখানে প্রত্যেক বিষয়ে রয়েছে তিনশতেরও বেশী মডেল টেস্ট। এমনকি পছন্দের চ্যাপ্টারগুলোতে পরীক্ষা দিতে পারো। কোন রেজিষ্ট্রেশন নেই, কোন ঝামেলা নেই, চটপট শুরু কর ‘ফ্রি অনলাইন মডেল টেস্ট’।
পরীক্ষার ফলাফলের রেকর্ড:
যত ইচ্ছা পরীক্ষা দাও। তোমার দেয়া পরীক্ষাগুলোর ফলাফল জমা থাকবে এখানে। চাইলে তুমি দেখতে পারবে পুরনো পরীক্ষাগুলোর কোথায় ভুল হয়েছে। শুধু রেজিষ্ট্রেশন করে নিও যাতে আমরা তোমার নামে পুরনো রেকর্ডগুলো রাখতে পারি।

নবম শ্রেণির পরীক্ষার্থী:

যে সমস্ত অধ্যায় পড়া হয়ে গেছে শুধু সেগুলোর উপরও চাইলে পরীক্ষা দিতে পারবে এখানে। প্রথম কয়েকটি অধ্যায় বা মাঝ থেকে যে কোন অধ্যায় নির্বাচন করে পরীক্ষা দিতে পারবে এখানে।
আপনাদের যাদের ছোট ভাই-বোন, ছেলে-মেয়ে কিংবা আত্মীয়-স্বজন রয়েছে, যারা ক্লাশ নাইন বা টেটে পড়ে তাদেরকে ঢাকা গাইডে অনলাইনে ফ্রি মডেল টেস্ট দেবার তথ্যটি জানিয়ে দিন। আশা করি আমাদের এই উদ্যোগ নাইন/টেন ক্লাসের পরীক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে যথেষ্ট সহায়ক হবে

http://www.online-dhaka.com/exam/

প্রথম শ্রেণী থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল পাঠ্যপুস্তক

NCTB কর্তৃক প্রকাশিত প্রথম শ্রেণী থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল পাঠ্যপুস্তক পিডিএফ আকারে ডাউনলোড করুন এখান থেকেঃ

News Updates:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল নিচে দেওয়া হলোঃ

jstuইউনিট এ

Pointing-finger-hand-moving-rightএ ইউনিট এর মেধা তালিকার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন
Pointing-finger-hand-moving-rightএ ইউনিট এর অপেক্ষমান তালিকার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষায় জালিয়াতি, দুই শিক্ষার্থী আটক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পরে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ শনিবার বিকেলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সময় সিলেটের সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাঁদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন মাহফুজ রেজওয়ান তূর্য (রোল নম্বর: ১১১৮৩১৮) ও মো. শিহাব রেহান (রোল নম্বর: ১১১৮৩২১)। দুজনই পরীক্ষার খাতায় মাহফুজ রেজওয়ান তূর্যের (রোল নম্বর: ১১১৮৩১৮) তথ্য পূরণ করেন।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রধান সমন্বয়ক অধ্যাপক নারায়ণ সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল সাড়ে চারটার দিকে হল পরিদর্শকের কাছে বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, মো. শিহাব রেহান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে মনোনীত হয়েছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাহফুজ রেজওয়ান তূর্যকে সহযোগিতা করতে তূর্যের তথ্য দিয়ে পরীক্ষা দিচ্ছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে ওই দুই শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করতে বলা হয়। পরে নারায়ণ সাহাসহ পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের সিলেটের শাহপরান থানা পুলিশে সোপর্দ করেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, দুজন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গণিত (যোগ্যতাভিত্তিক: প্রাথমিক চার প্রক্রিয়া)


প্রিয় শিক্ষার্থী,গণিত বিষয়ের ৩ নং প্রশ্নটি থাকবে প্রাথমিক চার নিয়ম সম্পর্কিত যোগ্যতাভিত্তিক সমস্যার সমাধান। অনুশীলনের জন্য আজ দেওয়া হলো নির্বাচিত কিছু যোগ্যতাভিত্তিক সমস্যা ও সমাধান।
প্রশ্ন: মিনার নিকট ৪৫৯৮৭ টাকা আছে। রাজুর নিকট মিনা অপেক্ষা ৮২৫০ টাকা কম আছে। রনির নিকট রাজু অপেক্ষা ৯৮৫ টাকা বেশি থাকলে—
ক. রাজুর নিকট কত টাকা আছে?
খ. রনির নিকট কত টাকা আছে?
গ. রাজু ও রনির একত্রে কত টাকা আছে?
ঘ. রাজু ও রনির মধ্যে কার টাকার পরিমাণ বেশি?
ঙ. মিনা, রাজু ও রনির একত্রে কত টাকা আছে?
সমাধান:

এসএসসি প্রস্তুতির জন্য অ্যাপ



এসএসসি পরীক্ষার প্রস্তুতি সহায়ক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করেছে লেকচার পাবলিকেশন্স। এসএসসি প্রেপ নামের এই অ্যাপ অ্যানড্রয়েড-চালিত স্মার্টফোনে চলবে। এই অ্যাপে বিনা মূল্যে বিষয়ভিত্তিক এমসিকিউ পরীক্ষা দেওয়া যাবে। ৭০ দিনে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কৌশল আছে এতে। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে নামানো যাবে অ্যাপটি। ঠিকানা: http://apps.msstp.com। —বিজ্ঞপ্তি

অনশনকারীদের শহীদ মিনার ত্যাগের আহ্বান

শহীদ মিনার
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, অননুমোদিতভাবে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু অকৃতকার্য কিছু তরুণ কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান করছে। 
এতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিদিনের বরাদ্ধকৃত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের কর্মসূচী পালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং স্থিতিশীল পরিবেশ বিনষ্ট হচ্ছে।তাই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত সকলকে অবিলম্বে শহীদ মিনার ত্যাগ করার জন্য পুনরায় আহ্বান জানানো যাচ্ছে।

শিক্ষক হত্যার প্রতিবাদে রাবি’র ক্লাশ ও পরীক্ষা বর্জন

RU teacher-tttরবিবার ক্লাশ ও পরীক্ষা বর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। রাবি সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম লিলন (৩৯) দুর্বৃত্তের হাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে। রাবি শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি কামরুল হাসান মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউল ইসলাম দুর্বৃত্তের হাতে নিহত হয়েছেন। এ ঘটনায় রাবি’র শিক্ষকরা চরম ক্ষোভ প্রকাশ করেছে।

Blogger news