Sunday, October 26, 2014

চবিতে ভর্তি যুদ্ধ শুরু সোমবার

আগামীকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হচ্ছে ৮ দিনের ভর্তিযুদ্ধ। প্রথম দিনে সমাজ বিজ্ঞান অনুষদের (ডি ১-৩ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান/ইঞ্জিনিয়ারিং কোর্স/ বিবিএ প্রোগ্রামে ১ম বর্ষের এই ভর্তি পরীক্ষায় সাধারণ ও সংরক্ষিতসহ ৪ হাজার ৪৭৭টি আসনের বিপরীতে ১ লাখ ৭৯ হাজার ৫৭৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

Saturday, October 25, 2014

মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল রোববার

শুক্রবার ২৫ অক্টোবর সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় মেডিকেলের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। ২৩ কেন্দ্রের ৩৫টি ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হবে রোববার।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করতে এসে কলা ভবনের মূল ফটকে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের বলেন, পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। জালিয়াতি ঠেকাতে তিন দিন আগেই কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়া হয়েছে। জালিয়াতির সুযোগ একেবারে বিদায় দেয়ার জন্য কোচিং সেন্টারগুলোকে স্থায়ীভাবে বন্ধ করা হবে।

রাবির এফ জি ও সি ইউনিটের ফল প্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের জীব ও ভু-বিজ্ঞান অনুষদ ভক্ত ‘এফ’ ইউনিট,কৃষি অনুষদ ভুক্ত ‘জি’ ইউনিট ও বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের  ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার দুপুরে ও সন্ধায় তিন অনুষদের ডীন অফিসসুত্রে  এ তথ্য জানা গেছে।

জীব ও ভু-বিজ্ঞান অনুষদের ডীন আব্দুল লতিফ বলেন, পরীক্ষায় অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাপ্ত নম্বর অনুযায়ী মেধার ভিক্তিতে বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম ২ হাজার ১১ জন এবং অ-বিজ্ঞান গ্রুপ থেকে ৫৯৬ জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিজ্ঞান গ্রুপ থেকে প্রথম ১ হাজার ও অ-বিজ্ঞান গ্রুপ থেকে ৩০০ জনের সাক্ষাৎকার গ্রহন করা হবে।

Sunday, October 19, 2014

SSC Math Suggestion-2015 All Board

অনু ৩.৩ → উদা ১৩ / অনু- ৬. ৮. ১১. ২৬.
৩৪. ২৯. ৩৮, ৩৯. ৪১
অনু ৩.৪ → উদা ২/৩।।। অনু- ৩. ১০. ১১,
১৮, (১৮ পৃঃ কাজ ২)
অনু ৪.১ → উদা ৬।। অনু - ৮, ৯. ১০.১২.
১৩. ১৫. ১৮, ২০. ২১. ২২।
অনু ৪.২ → উদা ৮/ উদা ১০/
উদা ১১ ///// ১ ( গ, ঘ) ২ (গ), ৩ (খ),
(গ), ৪ এর সব
পান্জেরী গাইড(শুধু এই অংক
গুলো প্রথম অধ্যায় এর জন্য)
গুরুত্বপূর্রন অনুশীলনীর প্রশ্ন
3 star★★★ 1*2*3*4(ঘ)*5(ঙ)
*6(ঘ)*7(গ)*8(ঘ)*9(ঘ)*10(গ)*11(
ঘ)*12(ছ)*13*14↩
2star★★7(খ)*8(গ)*11(গ)
বাকি গুলো পরবর্তী পোস্ট এ দেওয়া হবে....

P.S.C 99.99% common Suggestion Subject ENGLISH

***:-Reading test (unseen comprehension):-
The name of our country
---------------------------------------
love my country very much.
It was a hot summer day. A man
------------------------------- left the
place very quickly.
After a month’s fasting ---------------
----------------------------they embraced
each other.

দাবি না মানলে শহীদ মিনারে গণজমায়েত


ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবি আগামী ২৪ অক্টোবরের মধ্যে মানা না হলে ২৫ অক্টোবর বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র-শিক্ষক-অভিভাবক গণজমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

পরীক্ষানির্ভর শিক্ষার বদলে ভিডিও গেমিং স্কুল

ভিডিও গেমভিডিও গেমের নেশাকে শেখার কাজে লাগাতে নতুন এক উদ্যোগ নিয়েছেন ব্রিটিশ উদ্যোক্তা ফ্যান্টাসি লেখক এবং ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘গেমস ওয়ার্কশপ’র সহ-প্রতিষ্ঠাতা ইয়ান লিভিংস্টোন।

পাস নম্বর ৩৩ থেকে বাড়িয়ে ৪০

download (1).jpg1শিক্ষাকে বাস্তবমুখী করতে ১০০ নম্বরের পাবলিক পরীক্ষায় পাস নম্বর ৩৩ থেকে বাড়িয়ে ৪০ করা হচ্ছে। পাশাপাশি স্পোকেন ইংলিশ আর স্পোকেন অ্যারাবিক চালু হবে। এ ছাড়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পুল করা হয় সেখান থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাধ্যতামূলক করা হচ্ছে।১২ বছরে শিক্ষাজীবন শেষেও ইংরেজিতে কথা বলতে না পারার ব্যর্থতা মুছে ফেলতেই স্পোকেন ইংলিশের প্রচলন শুরু হচ্ছে। আর মাদ্রাসা কারিকুলামের শিক্ষার্থীদের বসতে হবে স্পোকেন অ্যারাবিক পরীক্ষায়। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসা ডাবল জিপিএ পাওয়াদের বিস্ময়কর ব্যর্থতা এবং ইংরেজি বিভাগে ভর্তির জন্য মাত্র দুজনের উত্তীর্ণ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের এই উদ্যোগ।

Saturday, October 18, 2014

জে.এস.সি , এস.এস.সি , এইচ.এস.সি পরীক্ষার ফলাফল দেখুন এখান থেকে



Examination:
Year:
Board:
Roll:

এস.এস.সি. পরীক্ষা: অনলাইনে ফ্রি মডেল টেস্ট

সুপ্রিয় এস.এস.সি. পরীক্ষার্থী ও ক্লাস নাইনের শিক্ষার্থীরা অনলাইন ঢাকা গাইডে যাও, ফ্রি অনলাইনে নৈর্ব্যক্তিক মডেল পরীক্ষা দাও। প্রতিটি বিষয়ে যত ইচ্ছা মডেল প্রশ্নপত্রে অনলাইনে পরীক্ষা দাও। আবার চাইলে যত ইচ্ছে মডেল প্রশ্ন প্রিন্ট আউটও করতে পারবে।

JSC Suggestion 2014





জে এস সি- ২০১৪ বিষয়ঃ সাধারন গনিত ‪

জে এস সি- ২০১৪
বিষয়ঃ সাধারন গনিত 
‪#‎পাটিগণিত_অংশঃ‬
অনু:১= ১(গ), ২(খ), ৩(গ), ৪(ক) উদা:-৩ 
অনু: ২.১= ১,৮,১০,১৩,১৪,১৭ উদা: ৬
অনু:-২.২= ৬,৮,১০ উদা: ৪
অনু:-৩= ১০,১১,১২,১৪,১৮, ২৩,২৭, উদা: ১০,১১
‪#‎বীজগণিত‬
অনু: ৪.১= ৫,৬,৮,9,১০,১২,১ ৩(ক),(খ)
উদা -১৫
অনু: ৪.২= ২(v),৪,৬,১০,১২, ১৩,১৪,১৫(ঘ),চ
উদা -২৪,২৬
অনু: ৪.৩= ৯,২২,৩১,৩৪,৩৫,৩ ৬
অনু: ৪.৪= ১৮,১৯,২৫,২৬

Friday, October 17, 2014

বি সি এস প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা দেন এখন আপনার android ফোন দিয়ে।

আসসালামু আলাইকুম কেমন আসেন সবাই । নিশ্চয় ভালো
আজ আমি আপনাদের জন্য একটা চরম android apps নিয়ে হাজির হয়েছি।
apps টির নাম হলো -- BCS preliminary test.apps
file size: 1.0mb
এই apps খুব দরকারীকারন এই apps টিতে বিগত যত bcs পরীক্ষা হয়েছে তার প্রশ্ন দেয়া আছে।
এই apps টি এমন ভাবে সাজানো হয়েছে মনে হবে যেন আপনি বি সি এস পরীক্ষা দিচ্ছেন।
এই apps টি তে আপনি যখন কোন কোন MCQ প্রশ্ন সিলেক্ট করবেন তখন আপনাকে ১ ঘন্টা সময় দেয়া হবে।
আর প্রতিটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য আপনাকে ৪ টা অপশন দিবে যে উত্তর টি সঠিক মনে হবে সেটাতে টিক চিহ্ন দেয়ার ব্যবস্থা আছে।আর আপনি ১ ঘন্টায় কত নাম্বার পেলেন , কয়টা উত্তর সঠিক হয়েছে, কয়টা উত্তর ভূল হয়েছে তা জানতে পারবেন।আমার মনে হয় এই apps টি সবার উপকারে আসবে।
তাহলে আর কি নিচের link থেকে apps টা download করুন।
Download Link

Blogger news