Monday, November 24, 2014

লেবু দিয়ে আগুণ ধরান ! ভয় পাবেন না LED লাইটের আগুণ !

আজ আমি দেখাব কিভাবে একটা লেবু দিয়ে আগুণ ধরা বেন । "আগুণ" বললাম জাতে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি । যাই হক এখন শুরু করা যাক।
যা যা লাগবে ।
১ । একটা লেবু  ( অবশ্যই কাঁচা লেবু । পাকা লেবু দিয়ে হবে না। )
২। LED light. (বাজারে কিনতে পাবেন ।)
কিভাবে করবেন ।
খুব সহজ , ইমেজ দিচ্ছি । দেখে নিয়েন ।
এখন লাইটটা লেবুর ভেতরে ঢুকান । লাইট জলবে না কারন এটা পাকা লেবু ।

ইংরেজী কথোপকথনের ৫ টিপস

1. Don’t study grammar too much
আপনাকে মনে রাখতে হবে আপনি যদি ইংরেজীতে কথা বলতে অভ্যস্ত হতে চান তাহলে আপনাকে ইংরেজী শিখতে হবে ইংরেজী গ্রামারের দিকে ভ্রুক্ষেপ না করেই। কারণ ইংরেজী গ্রামার আপনাকে ধীরগতি এবং সন্দেহপূর্ণ করে তুলবে। যখন বাক্য তৈরি করবেন তখন স্বাভাবিক বাক্য তৈরির চেয়ে আপনি শুধু নিয়মের কথাই চিন্তা করবেন। আপনি আশ্চর্য হবেন যারা ইংরেজীতে কথা বলে তাদের মাত্র ২০% লোক গ্রামার জানে। আপনি আরো আশ্চর্য হবেন যারা ইংরেজ নন তারা ইংরেজদের চেয়ে ভালো ইংরেজী গ্রামার জানেন।
2. Learn and study phrases
আপনি অনেক শব্দ জানেন কিন্তু সঠিকভাবে বাক্য তৈরি করতে পারেননা এটা আশ্চর্য এর বিষয় নয়কি ? এর কারণ কি? কারণ আর কিছু নয় ; ইংরেজী phrases সম্পর্কে তারা কোন প্রকার লেখাপড়া করেনা। সুতরাং আপনাকে যেমন জানতে হবে words তেমনি জানতে হবে phrases সম্পর্কে । আপনি 1000 words জানেন কিন্তু আপনি একটি সঠিক বাক্য তৈরি নাও করতে পারেন। আবার আপনি একটি phrases জানেননা তখন আপনি শত শত সঠিক বাক্য তৈরি করতে পারবেন। আপনি যদি 100 টি phrases জানেন, তাহলে আপনি নিজেই আশ্চর্যন্বিত হয়ে যাবেন কত শত শত বাক্য আপনি বলতে পারছেন। সুতরাং আপনি 1000টি জানেন মানে আমরা নিশ্চিত আপনি একজন দক্ষ ইংরেজী কথক।
Don’t translate
আপনি যখনই ইংরেজী বাক্য তৈরি করতে যাবেন তখন ঐ বাক্যকে কখনো আপনার মাতৃভাষায় অনুবাদ করতে যাবেননা। যেহেতু উভয় ভাষার শব্দ শৃঙ্খল ভিন্ন। ফলে আপনি এটা করলে আপনি ভুল করবেন। তার চেয়ে আপনি phrase শিখুন এবং বাক্য শিখুন আপনার চিন্তা করতে হবেনা শব্দ সম্পর্কে যেগুলো কথা আপনি বলছেন। এটা আপনাআপনিই চলে আসবে।
অন্য সমস্যা হচ্ছে আপনি যে দুটো ভাষাকে মেলাতে চাচ্ছেন তাদের ব্যাকরণগত কোন মিলই নেই। মনে রাখবেন অনুবাদ এবং ইংরেজী বাক্য তৈরির ব্যাপারে ব্যাকরণ সম্পর্কে চিন্তা করা সঠিক হবেনা । আপনাকে এটা অবশ্যই ত্যাগ করতে হবে।

ডিগ্রি পরীক্ষার ফরম পূরণ ২২ নভেম্বর থেকে

২০১৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ২২/১১/২০১৪ তারিখ থেকে। চলবে ০৮/১২/১৪ তারিখ পর্যন্ত। ফরম পূরণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ ০৯/১২/১৪।
পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি, পরীক্ষার্থীর তালিকা, আবেদন ফরম, বিষয় কোডসহ দরকারি তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- http://www.nu.edu.bd/?p=3541

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ উন্মুক্ত

আরো উন্নত তথ্যসেবা দিতে স্মার্টফোন (অ্যান্ড্রয়েড) উপযোগী অ্যাপ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বাংলাদেশে এটাই কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাপ। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের দরকারি সব তথ্যই পাওয়া যাবে।
অ্যাপসটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান।
জানা গেছে, অ্যাপটি তৈরিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জি এম আল-আমিন, ব্যবস্থাপনা বিভাগের ৩য় ব্যাচের ছাত্র মোক্তাদিরুল আলম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র নূরে আলম সিদ্দিকী।
অ্যাপটি বিনা খরচে ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টাের থেকে- https://play.google.com/store/apps/details?id=cbd.jagannathuniversity

Blogger news