Tuesday, November 18, 2014

তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আইনজীবি হতে পারবে না

 ৩১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে বার কাউন্সিলের সনদ
তিনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আইনজীবী হিসেবে অন্তর্ভূক্তির পরীক্ষায় অংশ নিতে পারবে না। বাংলাদেশ বার কাউন্সিলের মূল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বিশ্ববিদ্যালয় তিনটি হলো—দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, আমেরিকা-বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ও ইবাইস বিশ্ববিদ্যালয়।
একই সঙ্গে, তদন্ত সাপেক্ষে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে অন্তর্ভূক্তি পরিক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হতে পারে বলেও সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া নর্দান ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিতে পারবে।  এদিকে, প্রাইম বিশ্ববিদ্যালয়ের  দারুস সালাম ক্যাম্পাসের শিক্ষার্থীরাও এ পরীক্ষায় অংশ নিতে পারবে।

0 comments:

Post a Comment

Thnx

Blogger news