Thursday, December 18, 2014

ভর্তি পরীক্ষায় বাড়তি ফি: ২৬ প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত

এসএসসি ও সমমানের পরীক্ষায় ফরম পূরণ বাবদ বাড়তি ফি আদায়ের অভিযোগে রাজধানীর ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে বাড়তি আদায় করা অর্থ আগামী ৭ দিনের মধ্যে ফেরতের নির্দেশনা দিয়েছে। গত সোমবার বোর্ড থেকে এ আদেশ জারি করা হয়।

সূত্র জানায়, আসন্ন এসএসসি পরীক্ষার বোর্ডের নির্ধারিত টাকা চেয়ে বেশি অর্থ আদায় করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো- এ ধরনের সংবাদ সংবাদপত্রে প্রকাশের পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে একটি রুল জারি করে। সেখানে বাড়তি অর্থ কেন আদায় করা হবে জানতে চেয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জবাব চায় কোর্ট। এরপর বোর্ড বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের তদন্ত কমিটি বিভিন্ন স্কুলে সরজমিন পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করেছে। সেখানে ২৬টি প্রতিষ্ঠানে বাড়তি টাকা আদায় করার প্রমাণ পায় এবং এই টাকা আগামী ৭ দিনের মধ্যে শিক্ষার্থীদের কাছে ফেরত দেয়ার সুপারিশ করেছে এবং তা বোর্ড কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। অন্যথায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এর আগে অতিরিক্ত অর্থ আদায়কারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি একটি সতর্ক নোটিশ জারি করেছিল ঢাকা বোর্ড।

এইচএসসি : পদার্থ বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক গাণিতিক ফর্মুলা

উচ্চমাধ্যমিক শ্রেনীর পদার্থ বিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রের অধ্যায়ভিত্তিক গাণিতিক ফর্মুলাগুলো ডাউনলোড করুন নিচের লিংক থেকে।
১। পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের গাণিতিক ফর্মুলা:  www.studentcarebd.com/files/HSC_Physics1st_MathFormula_1.pdf
২। পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের গাণিতিক ফর্মুলা: www.studentcarebd.com/files/HSC_Physics_2nd_MathFormula_2.pdf

৩৪তম বিসিএস : লিখিত পরীক্ষায় পাস ৯,৮২২

৩৪তম বিসিএস লিখিত পরীক্ষায় ৯,৮২২ জন প্রার্থী পাস করেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
ফলাফল জানা যাবে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_result_1218134058.pdf
২৬ জানুয়ারি ২০১৫ তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।
এদিকে, পরীক্ষায় অসদুপায়ের দায়ে শাস্তি দেওয়া শিক্ষার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে আজ (বৃহস্পতিবার)। তালিকা পাওয়া যাবে এ তালিকায়- http://www.bpsc.gov.bd/upload/docs/bcs_general_1218144606.pdf

ঢাকা মেডিকেল কলেজ উৎসবের একদিন

ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বের হয় এই শোভাযাত্রা। ছবি: রাফিউল আলমধরাবাঁধা জীবনের মধ্যে একটা দিন হাঁফ ছেড়ে বাঁচা। প্রতিবছর এই একটা দিনের জন্যই অপেক্ষায় থাকেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ঢাকা মেডিকেলের প্রাঙ্গণ পেরিয়ে যাঁরা আজ ব্যস্ত নিজের নিজের কাজে, তাঁদেরও চেষ্টা থাকে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিতে স্মৃতিময় ক্যাম্পাসে ফিরে আসার।
১০ ডিসেম্বর উদ্যাপিত হলো ঢাকা মেডিকেল কলেজের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তাঁরা।
এ বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত চূড়ান্ত পেশাগত পরীক্ষার মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের দেওয়া হয় বিশেষ সম্মাননা পদক। আর এবার অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স (২০১৪) সম্মাননা দেওয়া হয় কে-৬২ ব্যাচের চিকিৎসক তন্ময় বোসকে। তরুণ এ চিকিৎসক দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে ২০১২ সালে মারা যান।

নতুন ধারায় বিসিএস

আবেদন চলছে ৩৫তম বিসিএস পরীক্ষার। এবারের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ৩৩তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী রিদওয়ান ইসলাম
রিদওয়ান ইসলাম। ছবি: স্বপ্ন নিয়েবদলে গেছে ৩৫তম বিসিএস পরীক্ষার ধরন। এবার প্রিলিমিনারি পরীক্ষায় নতুন যুক্ত করা হয়েছে ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। এ ছাড়া পরিবর্তন এসেছে লিখিত ও মৌখিক পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টনের ক্ষেত্রেও। তাই পরিবর্তনগুলো সম্পর্কে জানা জরুরি।
ইতিমধ্যে হয়তো বিষয়বস্তু সম্পর্কে আপনারা জেনেও গেছেন। নতুন নিয়মগুলোতে চোখ বুলালে একটি বিষয় সুবিধাজনক মনে হবে, তা হলো প্রিলিমিনারি পরীক্ষার জন্য আর আলাদা করে প্রস্তুতি নিতে হবে না। লিখিত পরীক্ষার সার্বিক প্রস্তুতি গ্রহণ করলেই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। সব বিষয়ের আদ্যোপান্ত পড়তে হবে।

Wednesday, December 17, 2014

Suggestions for Higher Secondary Certificate Exam-2015 English 2nd Paper

Compositions:


1. Tree Plantation
2. Childhood Memories
3. Population Problem
4. Unemployment Problem
5. Wonders of Modern Science
6. A Journey By Bus / Train
7. Your Favorite Hobby
8. Importance of Reading Newspaper

Story Writing:


1. The Story of Robert Bruce
2. The Poor Wood Cutter
3. Two Friends and a Bear
4. The Thirsty Crow
5. The King and the Astrologer
6. The Clever Fox and its Tail
7. The Old Farmer and His Sons
8. The Liar Cowboy
9. The Lion and the Rat
10. The Crow and the Clever Fox
11. The Story of a Garment Worker
12. The Golden Touch
13. A Dove and an Ant
14. The Story of Sheikh Saadi
15. The Grocer and the Fruit Seller
16. A Rumor About the Outbreak of Fire

Suggestions for Higher Secondary Certificate Exam-2015 English 1st Paper

Comprehensions:


1. How safe will ……….. reduce the losses. [Unit-7, Lesson-5(B)]
2. In recent years ……… in under water [Unit-6, Lesson-3(B)]
3. Fires swept over ………. around the buildings. [Unit-7, Lesson-2(A)]
4. Gender discrimination in Bangladesh ………..the family. [Unit-24, Lesson-4(C)]
5. The unit by which………..the buildings. [Unit-8, Lesson-3(B)]
6. One very conspicuous…………..in order to survive. [Unit-14, Lesson-3(B)]
7. Every year millions of …………. unnecessary diseases. [Unit-6, Lesson-5(C)]
8. Statistics show …………better salaries [Unit-3, Lesson-2(B)]
9. His name was Jerry…………..Without subterfuge. [Unit-5, Lesson-6(A)]
10. Working opportunities……….. the ILO project. [Unit-15, Lesson-3(B)]
11. A societies culture…………considered inappropriate. [Unit-11, Lesson-1(C)]
12. Education is ………..responsibilities. [Unit-9, Lesson-1(B)]
13. Education is process………..how right he was! [Unit-9, Lesson-1(B)]
14. Communicative  competence…………. with others. [Unit-3, Lesson-1(B)]
15. Ayesha begum………… food for survival. [Unit-13, Lesson-3(D)]
16. Television has become…………. by them. [Unit-10, Lesson-1(C+D)]
17. The environment refers to……… kinds of natural disasters. [Unit- 6, Lesson-1(B)]
18. Bangladesh is a small country………… academic progress. [Unit- 9, Lesson- 3(C)]
19. Scientists have always wondered ………. probes.  [Unit-22, Lesson-2(C)]
20. Wole Soyinka………'The Interpreter'. [Unit- 12, Lesson-5(C)]
                                                  

জাতীয় বিশ্ববিদ্যালয় : সেশনজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত। তাদের একাডেমিক ক্যালেন্ডারও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কয়েক বছর আগে ভর্তি হওয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেশনজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে।”
আজ (সোমবার) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কলেজ শিক্ষকদের ৮৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে ৮৩ জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।

Tuesday, December 2, 2014

মেডিকেলের বই (ই-সংস্করণ)

মেডিকেলের শিক্ষার্থীদের দরকারি কিছু বইয়ের ই-সংস্করণ যুক্ত করা হলো।  সহজেই সংগ্রহ  (ডাউনলোড) করা যাবে বইগুলো। নিচের তালিকা থেকে খুঁজে নিন আপনার প্রয়োজনীয় বইটি-
1. Book Name: Handbook of Pharmaceutical Excipients
Writer: Raymond C Rowe, Paul J Sheskey & Marian E Quinn
Edition: 6th
Download Link: http://www.mediafire.com/?j55o8naj7a3o423

2. Book Name:  : Principles for Clinical Medicine
Writers: Rodney A Rhoades & David R Bell
Edition: 3rd
Download Link: http://www.4shared.com/file/CcQakr4q/Medical_Physiology_Principles_.html

3. Book Name: Robbins Basic Pathology
Writer: Vinay Kumar, Abul K. Abbas, Nelson Fausto & Richard Mitchell
Edition: 8th
Download Link: Part-1: http://www.6ybh-upload.com/cjn11hd72wp8/_s_basic_pathology_8_ed.part1.rar
Part-2: http://www.6ybh-upload.com/xtftsius6q3u/_s_basic_pathology_8_ed.part2.rar

Blogger news